শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি ভোটাররা একটি সুস্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন— কয়ছর আহমদ সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: কয়ছর এম আহমদ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে — কয়ছর এম আহমেদ শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান হারুন-বিপ্লবের সাত পদক বাতিল “রক্তের আখরে লেখা জুলাই বিজয় “ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জগন্নাথপুরে জামাতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

সাড়ে ৩ ঘণ্টায় ৫৭ ভোট

সাড়ে ৩ ঘণ্টায় ৫৭ ভোট

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনের নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার বেলা ১২টা গড়িয়ে গেলেও ভোটারদের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজকেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ভোটার ৮৮১ জন। এর মধ্যে মাত্র ৫৭ ভোটার ভোট দিয়েছেন।
এ ছাড়া খয়েরতলা ব্র্যাককেন্দ্রে ১৫০৭ ভোটের মধ্যে ৩৬৪ নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১২টার সময় আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২৮০৬ ভোটের মধ্যে ৪৭০ জন ভোট দিয়ে গেছেন।
একই সময় পৌরসভাধীন চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১৫৮৮ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া ১২.২০ মিনিটে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭০০ ভোটের মধ্যে ৬১৩ নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মেয়র পদটি শূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বৃষ্টির জন্য সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। তবে বেলা গড়িয়ে দুপুর হলে ভোটারদের দেখা মেলেনি।
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া এনামুল হক ইমান নামে এক ব্যক্তি নারিকেলগাছ প্রতীক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯টি। এ ছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com