বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনের নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার বেলা ১২টা গড়িয়ে গেলেও ভোটারদের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজকেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ভোটার ৮৮১ জন। এর মধ্যে মাত্র ৫৭ ভোটার ভোট দিয়েছেন।
এ ছাড়া খয়েরতলা ব্র্যাককেন্দ্রে ১৫০৭ ভোটের মধ্যে ৩৬৪ নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১২টার সময় আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২৮০৬ ভোটের মধ্যে ৪৭০ জন ভোট দিয়ে গেছেন।
একই সময় পৌরসভাধীন চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১৫৮৮ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া ১২.২০ মিনিটে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭০০ ভোটের মধ্যে ৬১৩ নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মেয়র পদটি শূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বৃষ্টির জন্য সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। তবে বেলা গড়িয়ে দুপুর হলে ভোটারদের দেখা মেলেনি।
নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া এনামুল হক ইমান নামে এক ব্যক্তি নারিকেলগাছ প্রতীক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯টি। এ ছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন।
Leave a Reply