বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফিরে দেখা- ২৪ জগন্নাথপুরে আলোচিত কয়েকটি হত্যা কান্ড: পুড়িয়ে মারার ঘটনার রহস্য আজও উদঘাটন হয়নি জগন্নাথপুরে নলুয়া হাউজিং এস্টেট লি: এর মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণের সম্মেলন অনুষ্ঠিত সিলেটে বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা জগন্নাথপুরে আই এফ আই সি ব্যাংকের ১৮৯ তম শাখার উদ্বোধন জগন্নাথপুরে ২ মাদকব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার জগন্নাথপুরে নলজুর হোল্ডিংস কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত  জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিটি গঠন  সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি জগন্নাথপুর প্রেসক্লাব কর্তৃক বিশিষ্ট গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানকে সংবর্ধনা প্রদান 

রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: যেসব বেসরকারি সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের নানাভাবে ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে  শুক্রবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদানকালে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়। এই সমস্যা সারাবিশ্বের। তাই এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।’

ড. মোমনে বলেন, ‘যে সংস্থাটি রোহিঙ্গাদের সরবরাহের জন্য দেশিয় অস্ত্র তৈরি করেছে তাদেরকেও ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুহিবুল্লাহ যদি অন্যায় করেন, তবে তাকেও শাস্তির আওতায় আনা হবে। এজন্য বিচার বিশ্লেষণ চলছে।’ এছাড়া রোহিঙ্গাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসায় তাদের সাথে আলোচনায় সুবিধা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

পরে সেলিনা মোমেন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেলিনা মোমেনের সভাপতিত্বে ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক, আছমা কামরান, নাজনীন হোসেন, এ জেড রওশন জেবীন রুবা, হেলেন আহমদ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় হাজারো নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com