বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬৫ জন। একদিনে রাজধানী ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে। গতকালও সারা দেশে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ি এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইশ’র কাছাকাছি। এর মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর কাছে এ পর্যন্ত ১৮৮ জনের মৃত্যুর তথ্য এসেছে।
Leave a Reply