মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
থানার এসআই মোঃ লুৎফর রহমান সংগীয় অফিসার এসআই আতিকুল আলম খন্দকার, এএসআই আকুব্বর আলী ও সংগীয় ফোর্স সহ জগন্নাথপুর থানাধীন ৯ নং পাইলগাঁও ইউপি এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল,মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া রোববার রাত আড়াইটার সময় জুয়া খেলা অবস্থায় মোঃ মোশাহিদ মিয়া (৫৩),পিতা-মোঃ ইবরান উল্লাহ, সানু মিয়া (২৮),পিতা-সামির উদ্দিন, মোঃ মুহিদ (২৮),পিতা-মৃত কালা মিয়া, সর্ব সাং-গোতগাঁও, মোঃ আনছার মিয়া (৫১),পিতা-মৃত আকল উল্লাহ, সাং-উত্তর কালনীরচর,সর্ব থানা-জগন্নাথপুর, মিলন মিয়া (৩৪),পিতা-মৃত আরিফ উল্লাহ,সাং-জারলিয়া, মোঃ নজির খাঁন (৩৮),পিতা-মৃত চান খাঁন, সাং-টংগর, ঊভয় থানা-দিরাই,সর্ব জেলা-সুনামগঞ্জ, মোঃ সায়েদ মিয়া (২৫),পিতা-মৃত আলী আহম্মদ,সাং-উত্তর কালনীরচর (পূর্বপাড়া),থানা-ওসমানীনগর,জেলা-সিলেট,মোঃ শাহান মিয়া (৩২),পিতা-মৃত আলফাজ মিয়া, সাং-কসবা চরগাঁও,থানা-নবীগঞ্জ,জেলা-হবিগঞ্জ কবির মিয়া (৫৫),পিতা-মৃত দুদা মিয়া,সাং-গোতগাঁও, থানা-জগন্নাথপুর,জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply