মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মোরগের ফার্মে বেজি দলের হামলায় ১৪০০ মোরগের বাচ্চার মৃত্যু হওয়ার ঘটনায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ১১ ডিসেম্বর বুধবার রাতে বেজি দল গ্রামের নুর উদ্দিন নামের এক ব্যবসায়ীর ফার্ম ঘরের তারের বেড়া কেটে ভেতরে ঢুকে ফার্মে থাকা ৪ দিন বয়সের ১৪০০ মোরগের বাচ্চাকে মেরে ফেলেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফার্মের মালিক নুর উদ্দিন বলেন, বেজি দল (স্থানীয় ভাষায় নেউল) আমার ১৪০০ মোরগের বাচ্চা মেরে ফেলেছে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply