শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারিস্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের নতুন বই বিতরণ শুরু হয়। বুধবার ইংরেজী নতুন বছরের নতুন দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ায় শিশু শিক্ষার্থীদের মধ্যে আলাদা আনন্দ উচ্ছাস বিরাজ করছে।
সকাল ১০টায় নার্সারিস্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়শা মাহফুজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, অভিভাবক
সদস্য হাজী আব্দুল জব্বার প্রমুখ।
Leave a Reply