শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জেলা পরিষদ সদস্য পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা তরুন জনপ্রতিনিধি মাহাতাবুল হাসান সমুজ। জগন্নাথপুর পৌর সভার উপ নির্বাচনে নৌকা নিয়ে তিনি নির্বাচন করতে চান। ইতিমধ্যে নৌকার মাঝি হতে জোর লবিং চালানোর পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন। একটি আধুনিক সমৃদ্ধ পৌরসভা গঠনের লক্ষে তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জিবীত হয়ে জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রীয়ভাবে কাজ করছি। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে কাজ চালিয়ে আসছি। এলাকার মানুষের সঙ্গে সুখে দু;খে পাশে থেকে উন্নয়ন কাজ করতে চাই।
দল আমাকে মুল্যায়ন করলে নৌকা প্রতিকে উপ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে তিনি জানান। তিনি পৌরবাসির ভালবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply