শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের দৃষ্টিনন্দন আর্চ সেতু’র স্ল্যাব ঢালাই কাজ সম্পন্ন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সুনামগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত গ্রেফতার  নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন আব্বাকে মনে পড়ে  সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ  জগন্নাথপুরের স্বাস্থ্য ও রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ইংল্যান্ডের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর কমিউনিটি নেতা মুজাক্কির আলীর স্বদেশ আগমন শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিটি সরকারি অফিসে বঙ্গবন্ধুর কর্ণার সাটানো হয় এবং আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠে অফিসপাড়া। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন পৃথক ভাবে অনুষ্ঠান পালন করেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত পরিবেশন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বাউল শিল্পী শাহ বাবুল মিয়া প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পরিষদ রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দলের উপজেলা সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সিরাজুল হক, জগন্নাথপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক, লুৎফুর রহমান, বদরুল ইসলাম, ডাঃ আব্দুল আহাদ, ইকবাল হোসেন ভূইয়া, যুবলীগ নেতা কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com