বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: অবশেষে মারা গেছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু ‘রানী’। গিনেসবুকে আবেদন করা ৪৩দিন পর বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা পশু চিকিৎসক।
গরুটির উচ্চতা ৫০.৮ সেন্টিমিটার (২০ ইঞ্চি), লম্বা ৬০.৫৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) রানীর ওজন ছিল ২৬ কেজি।
বৃহস্পতিবার বিকেলে সাভার প্রাণি সম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বলেন, দুপুর দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের খর্বাকৃতির গরু ‘রানী’ বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা দেন। তাদের ব্যক্তিগত একজন পশু চিকিৎসক রয়েছে তিনিই গতকাল (বুধবার) থেকে চিকিৎসা করেছিলেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এর পরেও গরুটির কোন উন্নতি হয়নি। পরে দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।
গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে বলেন তিনি।
শিকড় এগ্রো ফার্মের ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে সাভারের প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় গরুটি মারা যায়।
এ প্রসঙ্গে কথা বলতে শিকড় এগ্রো ফার্মের ব্যবস্থাপক এম এ হাসান হাওলাদারের মোবাইলফোনে একাধিকবার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত; গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন জানানো হয়েছিল। ওই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে দেখতে আসার কথা ছিল। কিন্তু এরমধ্যে অসুস্থ হয়ে গরুটি মারা যায়।
Leave a Reply