বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ঢাকা নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কে মাঝিরকান্দা নামক স্থানে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার নবাবগঞ্জ দোহার আঞ্চলিক মহাসড়কের মাঝির কান্দা ও মৃধাকান্দা চৌরাস্তা মোড়ে বালু বোঝাই ট্রাক নবাবগঞ্জ আসার সময় মাঝিরকান্দা মৃধাকান্দা চৌরাস্তার মোড়ে যাত্রী বোঝাই অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয় এবং ২ জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ ময়না বেগম (৫০), মেয়ে সুফিয়া বেগম (৩২) ও মামী রাহেলা (৩৬) । আহতরা হলেনÑ মালা বেগম ( ৩৮) স্বামী আব্দুর রাজ্জাক, ও পারভেজ (২৬) ও ড্রাইভার মিরাজ(৪০)। সকলের বাড়ী নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রাতুল জানান, আজ সকালে আমার দাদি মারা গেছেন। তার লাশ দেখতে দোহারের বৌ বাজারে যাচ্ছিলেন তারা।
মাঝির কান্দা মৃধাকান্দা চৌরাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী আহত এবং নিহতদের লাশ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ৩ জন নিহত ৩ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা ট্রাক এবং অটোরিকশাকে আটক করেছে। তবে ট্রাক ড্রাইভার ও হেলপার তাদের পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ জানান, ৩ জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হবে তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply