বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হলো ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার। বাংলাদেশ সময় ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় এ আয়োজন। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস। কোভিডবিধি মেনে অনুষ্ঠিত হলো এবারের অস্কার। যদিও এবারের প্রথম আটটি পুরস্কার দেওয়া হল অনলাইনে। আর সে কারণেই অনুষ্ঠানটির দৈর্ঘ্য এবার কম। এক নজরে এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা –
সেরা ভিজুয়াল এফেক্ট: ডিউন
সেরা কস্টিউম: জেনি বিভান (‘ক্রুয়েলা’)
সেরা এডিটিং: জো ওয়াকার (‘ডিউন’)
সেরা সিনেম্যাটোগ্রাফি: গ্রেগ ফ্রেজার (‘ডিউন’)
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি: দ্য লং গুডবাই
সেরা প্রোডাকশন ডিজাইন: ডিউন
সেরা সাউন্ড: ডিউন
সেরা অরিজিন্যাল স্কোর: হান্স জিমার (‘ডিউন’)
সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার,
সেরা গান: বিলি এলিশ (‘নো টাইম টু ডাই’)
সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল,
সেরা তথ্যচিত্র: সামার অব সোল,
সেরা আন্তর্জাতিক ছবি: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা অ্যানিমেশন: এনক্যানটো, কাহিনি অবলম্বনে
সেরা চিত্রনাট্য: কোডা
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবস (‘ওয়েস্ট সাইড স্টোরি’)
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাসটেইন (‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’)
সেরা অভিনেতা: উইল স্মিথ (‘কিং রিচার্ড’)
সেরা পরিচালক: জেন ক্যামপিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডড)
সেরা ছবি: কোডা
সেরা সহ-অভিনেতা: ট্রয় কোটসুর (কোডা)
Leave a Reply