সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার গঠন করলে  প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে— কয়ছর এম আহমেদ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি ভোটাররা একটি সুস্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন— কয়ছর আহমদ সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: কয়ছর এম আহমদ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে — কয়ছর এম আহমেদ শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান হারুন-বিপ্লবের সাত পদক বাতিল “রক্তের আখরে লেখা জুলাই বিজয় “ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এক দারোগার সহযোগিতা নিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে যুক্তরাজ্য  প্রবাসীকে বেদখল করার চেষ্টা ও তার পরিবারের লোকদের  মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।  শনিবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম এমন অভিযোগ করেন। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর চাচাতো ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম। জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবা আজিম উল্যার মৃত্যুর পর আমরা চার ভাই ও এক বোন পৈত্রিক সম্পত্তির মালিক। আমাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দেশে আসলে আমরা চাচাতো ভাই বদরুল ইসলামের নিকট থেকে ঘরের চাবি নিয়ে আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করি। আবার দেশ থেকে চলে গেলে চাচাতো ভাই বদরুল ইসলামের কাছে চাবিটি রেখে যাই। বহুদিন ধরে এই নিময়ই চলছিল। কিন্তু গত ১ এপ্রিল আমার বড় ভাই ইসলাম উদ্দিনের কথা মতে একই গ্রামের বকুল মিয়া আমাদের ঘরে ঢুকতে চাইলে আমার কথা মতো বদরুল ইসলাম এতে বাধা দেন। এ সময় ইসলাম উদ্দিনের পক্ষ নিয়ে কয়েকজন অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে বদরুল ইসলামকে হুমকি দেন। বিষয়টি থানায় জানালে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান ঘটনাস্হল পরিদর্শন করেন। এরপর থেকে ওই এসআই সাব্বির আহসান আমাদের ঘরের চাবি নিতে চাপ সৃষ্টি করেন। এমনকি ওই এসআই আমাকে ও আমার চাচাতো ভাইকে মুঠোফোনে দূর্ব্যবহার ও মামলার হুমকি দেন। এরই জেরে ১৩ এপ্রিল বকুল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মারধর, ল্যাপটপ ও স্বর্ণের চেইন লুটপাটের অভিযোগ এনে আমার চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম ও তাঁর দুই ভাইয়ের ওপর মিথ্যা মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে বদরুল ইসলামকে ভবের বাজারের নিজ দোকান থেকে ১৪ এপ্রিল রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম আরও বলেন, বদরুল ইসলাম একজন শিক্ষানুরাগী তিনি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির চারবারের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একজন ব্যবসায়ী। কোন ধরনের তদন্ত ছাড়াই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।এমনকি মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে । আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পৈত্রিক সম্পত্তির অধিকার রক্ষায় প্রশাসনের কাছে সুবিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com