সোমবার, ২৪ Jun ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধীরগতিতে কমছে পানি: বন্যার্ত মানুষের চরম দূর্ভোগ জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এম এ মান্নান এমপি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে সরকার : এম এ মান্নান  জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি,  হাজার হাজার মানুষ পানিবন্দি শান্তিগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে বন্যার্তদের বসবাস, আছে দুর্ঘটনার আশঙ্কা পাহাড়ি ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ আশ্রয়ের খোঁজে লাখো মানুষ জগন্নাথপুরে বন্যা : বহু পরিবার  আশ্রয় কেন্দ্রে শান্তিগঞ্জে বন্যার ছোবল, পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম জগন্নাথপুরে বন্যাকবলিত বহু পরিবার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও এর সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও এর সংবাদ সম্মেলন

নিজস্বপ্রতিবেদক :২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন “ভূমিহীন গৃহহীন” (ক-শ্রেণি) পরিবারকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন এবং জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করন উপলক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান,  আগামী ১০ জুন সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে  পুরো বাংলাদেশে ভূমিহীন  গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন।  এরিই মধ্যে জগন্নাথপুর উপজেলায় ৪র্থ ধাপে গরীব পরিবারের  মধ্যে ২০টি ঘরের চাবি  হস্তান্তর করা হবে। এর আগে তিন ধাপে এ উপজেলায় ৫’শ ৩৭টি ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, এ উপজেলায় আর কোন ঘরের চাহিদা না থাকায় একইদিন জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। তবে তিনি বলেন, কেউ ভূমিহীন ও গৃহহীন থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন পেলে আমরা আরো ঘর দেবো।এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব,  দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি আমিনুল হক সিপন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমদ,  এনটিভির ক্যামেরাপার্সন রুম্মান মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com