নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক বিরোধের জেরে বহিরাগত সন্ত্রাসীদের পাহারায় এক্সেলেটর মেশিন দিয়ে দালানঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৬টায় জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের আহমাদাবাদে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসতঘর এস্কেলেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। দিন ব্যাপী দূষ্কৃতকারীরা তান্ডব লিলা চালালেও কেউ এগিয়ে আসেনি।
সরেজমিন ঘটনাস্থলে গেলে মৃত শাহনেওয়াজ চৌধুরীর স্ত্রী ক্ষতিগ্রস্ত সোহেনা বেগম বলেন, তার স্বামী শাওনেওয়াজ চৌধুরী গত ১০ মাস পূর্বে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর স্থানীয় কতিপয় ব্যক্তির উস্কানিতে তার দেবরদ্বয় যুক্তরাজ্য প্রবাসী সাবা চৌধুরী ও ইয়ামিন চৌধুরীর তার মৃত স্বামীর ব্যক্তিগত সম্পত্তির উপর লোভ করেন। নানা কূটকৌশলের ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে আমার বসতঘর তাদের লোকজন তালাবন্ধ করে রাখে। রাতে বিষয়টি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি দুদিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার ভোর ৬ টায় একই এলাকার আফাজ চৌধুরী ও বহিরাগত ইসুব মিয়ার নেতৃত্বে এক্সেলেটর মেশিন দিয়ে ঘরের থাকা মালামালসহ পুরো দালানঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় বহিরাগত সন্ত্রাসীরা চারিদিক ঘিরে রাখে। এতে ঘরে থাকা মালামাল, সোনাদানা, নগদ অর্থসহ সহ আনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা ভুবেন্দ্র সূত্রধর ও খলিল চৌধুরী বলেন, আমাদের চোখের সামনে বহিরাগত সন্ত্রাসীদের পাহারায় একটি ঘর ভেঙে দেওয়া ন্যাক্কারজনক ঘটনা। তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, এ ঘটনার অভিযোগ পেয়েছি আমরা । ঘটনাটি অত্যান্ত ন্যাক্কারজনক। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply