বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হন সাইজুল মিয়া (২০) নামের এক তরুণ। তিনি উপজেলার চিলাউড়া পুঞ্জিপাড়ার বাছিদ মিয়ার পুত্র। আহত সাইজুল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিলাউড়া (পুঞ্জিপাড়া) নামক স্থানে ময়না মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানান, এ ঘটনায় ৪ টি গরু, নগদ টাকা, দেড়শত হাঁস, দেড়শত মন ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এসময় হতদরিদ্র পরিবারদের ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্হ লোক জন জানান।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, জগন্নাথপুর ফায়ার সার্ভিসে বারবার যোগাযোগ করলে ও তাদের দেখা মিলেনি। তারা যদি সময় মতো আসতেন তা হলে হয়তো এত ক্ষতি হতো না।
তাই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ৭টি বসত ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।
এদিকে, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্টে ক্ষুব্ধ চিলাউড়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
Leave a Reply