শনিবার, ০৫ Jul ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি নিহত  ভূয়া নির্বাচনের কারিগর নূরুল হুদাকে জুতাপেটা দিয়ে পুলিশে সৌর্পদ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ডা. তাহের ‘হতাশ’ নেতানিয়াহু, ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান: বিশ্লেষক

নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন

নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুবিপ্রবি) নির্ধারিত জায়গায় দ্রুত ক্যাম্পাস স্থাপনের লক্ষে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১ জানুয়ারি) সকালে সুনাম(৭গঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সম্পাদক সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার ও শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর আলী, বিএনপি নেতা ইরান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা জমিয়তে- সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সেচ্ছাসেবকদল নেতা শুয়েব আহমদ, যুবদল নেতা সৈয়দ আলম,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক-৮ ইউপি সদস্য লিটন মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইয়াহিয়া পারভেজ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী। যারা এ স্থান নিয়ে দ্বিমত পোষণ করছেন আমরা আশাকরি তারাও আমাদের সাথে একমত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com