নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ – জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত দলের সর্দার দুর্ধর্ষ ডাকাত আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে ছাতক সেনাবাহীনির বিশেষ অভিযানে আন্ত: জেলা ডাকাত সর্দার আবদুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। সে ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর পুত্র।
শনিবার ভোরের দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে কুখ্যাত ডাকাত আব্দুল কদ্দুস কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র।
এ ব্যাপারে মুঠোফোনে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের সাথে আলাপ হলে তিনি যুগান্তর কে জানান, দুর্ধর্ষ ডাকাত আব্দুল কদ্দুসকে সেনাবাহিনী গ্রেফতার করেছেন আমাদের কাছে হস্তান্তরের জন্য নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ধৃত ডাকাত আব্দুল কদ্দুসের বিরুদ্বে বিভিন্ন থানায় ১০/ ১২টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২২শে জানুয়ারি সুনামগঞ্জ – জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের দারাখাই নামক স্হানে সড়কে গাছ ফেলে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি বাসে দুর্ধর্ষ ডাকাতী সংঘটিত হয়। এসময় ২০/ ২২ জনের অস্ত্রধারী ডাকাত দল যাত্রী দের ব্যাপক মারধোর করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ডাকাত আতংক দেখা দেয়। স্বল্প সময়ে ঢাকার সাথে চলাচলকারী যাত্রী সাধারনের চলাচল দ্রুত হ্রাস পায়।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর,ছাতক ও শান্তিগন্জ্ঞ উপজেলার সিমান্তবর্তী দারাখাই ব্রীজ ও কুন্দনালা ব্রীজের প্রায় ৪কিলোমিটার এলাকায় জনবসতি না থাকায় যাত্রী সাধারণ নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। এলাকাবাসী অবিলম্বে ওই স্হানে একটি পুলিশ ফাড়িঁ স্হাপনের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply