বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের হাজিপাড়ায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ নেতা হরমুজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
সভায় আনছার উদ্দিন বলেন, ‘বিগত ১৬ বছর দেশের মানুষকে জিম্মি করে স্বৈরতন্ত্র কায়েম করেছিল খুনি হাসিনার সরকার। দেশে হামলা, মামলা, গুম, খুনের শাসন কায়েম করেছিল। কোনো পাড়া-মহল্লায় বিএনপির সভা হবে শুনলেই প্রশাসন লেলিয়ে দিয়ে সভা পণ্ড করে দিতো। বিএনপি নাম শুনলেই ধরপাকড় করতো। পরিবারের একজন বিএনপি করলে পুরো পরিবারের মানুষকে হয়রানি করতো। মানুষের ভোটের অধিকার হনন করে এ প্রজন্মের তরুণদের ভোটের উৎসব থেকে একেবারে দুরে সরিয়ে রেখেছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যূত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।’
তিনি আরোও বলেন, ‘এখন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির দলীয় প্রতিক ধানের শীষকে মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসুচী বাস্তবায়নে কাজ করে যেতে হবে। সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।’
সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, শত্রুমর্দন গ্রামের বয়োজ্যেষ্ঠ আব্দুল মতলিব, মাস্টার সোনাহর আলী, আব্দুল জব্বার, রমজান আলী, আফতাব উদ্দিন, নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, উপজেলা যুবদলের সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম ও যুবদল নেতা আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খালিক মিয়া, মতলিব মিয়া, নিজাম উদ্দিন, যুবদল নেতা যুবদল নেতা আলতা মিয়া, সিজিল আহমদ রনি, শাহআলম, সুমন মিয়া, একদিল মিয়া, আবুল মিয়া, আক্কাস, জমসিদ মিয়া, ইমন মিয়া, সত্তার মিয়া, আজাদ হোসেন, হাছান মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বজিৎ দে বিরাজ, ছাত্রদল নেতা ইমরান হোসেন প্রমূখ।
Leave a Reply