মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০ সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান শান্তিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু দিরাইয়ে সুলফির আ ঘা তে যুবক খু-ন জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ সার বিতরন সুবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত উপাচার্যকে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা সুবিপ্রবি শিক্ষার্থীদের  সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের ব্যখ্যা দিল সুবিপ্রবি প্রশাসন 

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০, গুলিবিদ্ধ ১

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০, গুলিবিদ্ধ ১

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এসময় দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা, ইটপাটকেল ছোড়াছুঁড়ির পাশাপাশি গোলাগুলির ঘটনা ও ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রে ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত ৯জন কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মাঠে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও হামলায় আহত ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফ্ফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকু্ল রহমান (২০) কে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন লাটিসোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ ১ ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com