শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্সের মোবাইল মার্কেটের ৩ টি দোকানে দিনের বেলা দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।দুর্ধর্ষ সংঘবদ্ধ চোরেরা নগদ ১২লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার দামী মোবাইল ফোন নিয়ে যায়। এঘটনায় পৌরশহরের ব্যবসায়ী দের মধ্যে আতংক বিরাজ করছে।মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।মার্কেটের ব্যবসায়ীরা জানান, চোরেরা মার্কেটের তালা ভেঙে এস এ টেলিকমের ১ ও এস এ টেলিকম ২ নং দোকানের নগদ ৮ লাখ ৭৫ হাজার টাকা , ৩ লাখ টাকার মোবাইল ফোন, রাফি টেলিকমের নগদ ৩ লাখ টাকা ২৮ টি আইফোন, ৫০ টি নর্মাল ফোন নিয়ে যায়।ঘটনাস্থল জগন্নাথপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।রাফি টেলিকমের মালিক শেখ কামরান মিয়া জানান, অজ্ঞাত চোরেরা আমার দুটি দোকানের মালামাল, নগদ টাকা, রাফি টেলিকমের নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনায় ৩টি দোকানের ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে।দেখা গেছে মঙ্গল বার সকাল ৮টার দিকে চুরি সংঘটিত হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। আমরা দুর্ধর্ষ চোরদের ধরার চেষ্টা করছি।
Leave a Reply