রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলদেশ হাইকমিশনারের সাথে জেএসসি নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে মার্কেটের তালা ভেঙে ৩ দোকানে দিনের বেলা দুঃসাহসিক চুরি, অর্ধ কোটি টাকার মালামাল লুট শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০ মহান ভাষা দিবস পালনে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

শান্তিগঞ্জে শিরণি আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনীর আয়োজন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ছয়হাল মাঠে আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষ ও নূর মিয়া-আশ্বিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নূর মিয়া-আশিক মিয়ার পক্ষের আহতরা হলেন-ঠাকুরভোগ গ্রামের মৃত তছই মিয়ার ছেলে নূর মিয়া, মৃত আবকুল খাঁ’র ছেলে শিহাব মিয়া, মৃত রমজান খাঁ’র ছেলে আরজান খাঁ, মৃত আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, মৃত ইসবর খাঁ’র ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া, সাজিদ মিয়া।
আবদাল মিয়া-সুফি মিয়া পক্ষের আহতরা হলেন মৃত মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, মৃত আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, মৃত আশাদ খাঁ’র ছেলে রেকুল খান, মৃত আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া, মৃত কমির মিয়ার ছেলে বাদশা মিয়া, ও পারভিন বেগম৷  এছাড়া আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামে শিরনীর আয়োজন করেছিল নূর মিয়া-আশিক মিয়া পক্ষ। ওইদিন সন্ধ্যায় আবদাল মিয়া-সুফি মিয়ার পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দেন, শনিবার সকালে তারাও শিরনীর আয়োজন করবেন। এ ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে ঠাকুরভোগ গ্রামে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ২৫ জন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com