বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল কাশেম নাঈম কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলার ১২ টি উপজেলা ও ৪ টি পৌরসভার এই আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক।
আবুল কাশেম নাঈম শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
ঘোষিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ০৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আহবায়ক হলেন জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), ১ম যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, ২য় যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, ৩য় যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, ৪র্থ যুগ্ম আহবায়ক আবদাল মিয়া।
এদিকে আবুল কাশেম নাঈম উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় তার বলয়ের নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
‘
Leave a Reply