বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন জগন্নাথপুরে রজতজয়ন্তীর আলোচনা সভা, যুগান্তর মানুষের অধিকারের পক্ষে কথা বলে  শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাইস্কুলের জন্য আরও ২৫ শতক জমি দিলেন ডা. দম্পতি চিরনিদ্রায় শায়িত শায়খ আকবর আলী বড় হুজুর, জানাজায় মুসল্লিদের ঢল শান্তিগঞ্জে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি  শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নাঈম শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর শান্তিগঞ্জ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যকরী কমিটির আত্মপ্রকাশ জাতীয় দৈনিক ডেল্টা টাইমসে্র শান্তিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ছালিক

শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন , আওয়ামীলীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা৷

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু, সহ সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, বিএনপি নেতা শের আলম শিশু, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, মোফাসসির আহমদ, মোরশেদ আহমদ, ছাত্রদল নেতা রেজওয়ান, শিপন ও ইমনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com