সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ মার্চ) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, সমাজসেবা কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব ও সদস্য ইমরানুল হাসানসহ প্রমুখ।
Leave a Reply