বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম ‘ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাঈদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। অনুষ্ঠানটি সার্বিক আয়োজন ও পরিচালনা করেন ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৫’ এর আহ্বায়ক ও সুবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ।
ইফতার মাহফিলে সুবিপ্রবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার আগে বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করে অডিটোরিয়াম মুখরিত হয়৷
Leave a Reply