শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার ( ২৫ মার্চ) সকাল ৭টায় সিলেট নগরীর আকালিস্থ মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক ইমদাদুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বুধবার ( ২৬ মার্চ) এক যৌথ শোক বার্তায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) সামিউল কবির এবং সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ইমদাদুল হক চেয়ারম্যানের মৃত্যুতে সমাজের অনেক ক্ষতি হয়েছে, সমাজ হারিয়েছে একজন সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও শালিস ব্যক্তিকে।
নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নতবাসী করুন।
Leave a Reply