শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক মবরুর সাজুর বাসায় দুঃসাহসিক চুরি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার  শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় নিয়োগ পেলেন উসমান গনি দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন দীলিপ দাশ দেশনেত্রী বেগম জিয়ার সুস্হতা কামনায় জগন্নাথপুরে দুয়া ও ইফতার মাহফিল

বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
গণমানুষের কল্যাণে নিবেদিত যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) যুক্তরাজ্যের লন্ডনস্থ ব্রিকলেনের হেনবারী স্ট্রিট এলাকায় অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
গ্রুপ সভাপতি এম এ খালিক খানের সভাপতিত্বে এবং অন্যতম সংগঠক জাকির হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট বারা কাউন্সিলের স্পিকার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আশিকুর রহমান আশিক, টাওয়ার হ্যামলেট বারা কাউন্সিলের সাবেক কাউন্সিলর আমিনুর রহমান খান।
গ্রুপের নির্বাহী ও সাধারণ সদস্যদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন আলহাজ্ব মোঃ আব্দুল দয়াছ, আব্দুল গণি, বদরুল আমিন, মাহমুদ আলী, এ্যাডভোকেট বদরুর রশিদ, ছালিক মিয়া, মুজিবুর রহমান মুজিব, হাসনাত হোসেন চুনি, আঙ্গুর মিয়া, আলকাছ মিয়া, আবু বক্কর, শহীদুজ্জামান সুজন, মুজাহিদুর রহমান, গীতিকবি সাহেব আলী, জুনেদ সুমন, শাহজাহান আলী, এম এ কবির, আবুল হাসনাত, মহিউদ্দিন আহমেদ জিলু, বুরহান উদ্দিন চুনু, মোস্তাক আহমেদ, নিজাম উদ্দিন, মুজিবুর রহমান, রূপন কাজী, আমিন খান, জামাল মিয়া, শামিম আহমেদ, সুহেল মিয়া, আখতার হোসেন সুমন, সুহেল মিয়া, নেসার আহমেদ, লুৎফুর রহমান, লিটন মিয়া, পাভেল, ধন মিয়া, বায়েছ মিয়া, আকিক মিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইফাজ খান।
ইফতার মাহফিলপূর্ব আলোচনায় চলতি বছরের প্রণীত কর্মসূচি উপস্থাপন করা হয় এবং ব্যাপক আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
উল্লেখ্য, গত কয়েক বছর পূর্বে লন্ডনের ডকস্যাহন্ডে অবস্থিত বিখ্যাত রেস্তোরাঁ দি গেয়লর্ড-এ যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে ‘বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’ গঠন করা হয়। শুরুতে হাতেগোণা মাত্র কয়েকজন মিলে সাপ্তাহিক আড্ডার মাধ্যমে ‘বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’র পথচলা শুরু হলেও পরবর্তীতে এ গ্রুপকে একটি সমাজকল্যাণমুলক সংগঠনে রূপান্তরিত করা হয়। ক্রমান্বয়ে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও বিভিন্ন উপজেলার প্রবাসীরা এই মহতি কর্মকান্ডের সাথে স্বেচ্ছায় সম্পৃক্ত হয়েছেন। বর্তমানে এর সদস্য সংখ্যা অর্ধ শতাধিক।
‘বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’র সদস্যরা নিজেদের আয়ের উৎস থেকে অর্থ সংগ্রহ করে দেশে বিভিন্ন আপৎকালীন সময়ে সহযোগিতা দিয়ে থাকেন। এছাড়া গ্রুপটি সিলেট বিভাগের গৃহহীন, কন্যাদায়গ্রস্ত পরিবার, শিক্ষাসামগ্রী ক্রয় বা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ চালাতে অপারগ গরীব শিক্ষার্থী, জটিল রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগী এবং টিউবওয়েল স্থাপনে অক্ষম ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা প্রদান করেন। তাদের এই প্রয়াস চলমান রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
‘বন্ধু-বান্ধব গ্রুপ ইউকে’ তাদের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখতে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com