বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কারানির্যাতিত অর্ধশতাধিক নেতাকর্মীদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নির্যাতিত নেতাকর্মী দের হাতে ঈদ উপহার তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌরএলাকার ছিলিমপুরের বাসিন্দা কয়ছর এম আহমেদের অর্থায়নে তাঁর নিজ বাড়িতে এই ঈদ উপহার প্রদান করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সদস্য নুরুল ইসলাম নুরুলসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণকালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে মানুষ রমজানে ইফতার পর্যন্ত করতে পারেনি। হামলা মামলার শিকার হয়েছে। জেলের মধ্যে ঈদ করতে হয়েছে। যাঁরা দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন; তাঁদেরকে সবসময়ই মূল্যায়ন করা হবে। তিনি বলেন, আমি গত দুই সপ্তাহে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে ইফতার করেছি। যা এরআগে কোথাও সম্ভব হয়নি। আমরা এখন স্বৈরচার মুক্ত। একটি সুস্ঠু নির্বাচনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
Leave a Reply