শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক মবরুর সাজুর বাসায় দুঃসাহসিক চুরি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার  শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় নিয়োগ পেলেন উসমান গনি দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন দীলিপ দাশ দেশনেত্রী বেগম জিয়ার সুস্হতা কামনায় জগন্নাথপুরে দুয়া ও ইফতার মাহফিল

শান্তিগঞ্জে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

শান্তিগঞ্জে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া টু রসুলপুর গ্রামের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে৷ রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়৷
বৃহস্পতিবার(২৭ মার্চ) শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বরাবর আক্তাপাড়া গ্রামের আব্দুল সালামের পুত্র আব্দুর রশিদের বিরুদ্ধে  এমন অভিযোগ করেছেন আক্তাপাড়া গ্রামের মানিক মিয়ার পুত্র জুনেদ মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত আসামী অত্যান্ত উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী, প্রভাবশালী, আওয়ামীলের দোসর ও লাঠিয়াল লোক। আক্তাপাড়া টু রসুলপুর গ্রামের রাস্তায় কিছুদিন যাবৎ দুই পাশে গাইড ওয়াল এর কাজ চলতেছে। উক্ত কাজে ঠিকাধারী প্রতিষ্ঠান প্রথম থেকেই অনিয়ম দুর্নীতি করে আসছে। গাইড ওয়ালের কাজে বিন্দু পরিমান সিমেন্ট না দিয়ে এবং বালুর ব্যবহার না করে ভিট বালু দিয়ে কাজ করায় এলাকাবাসীর দৃষ্টিগোচর হওয়ায় আমি সহ গ্রামবাসী বাঁধার সৃষ্টি করি। তখন ঠিকাধারী প্রতিষ্ঠানের পক্ষ অবলম্বন করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রশীদ। তার ভাই ছদরুল ইসলাম বিগত দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিল এবং তার আরেক ভাই সাবেক মেম্বার যুবলীগ নেতা বদরুল ইসলাম। তারা আওয়ামীল, ছাত্রলীগ ও যুবলীগের প্রভাব খাটিয়ে বিগত দিনে এই রাস্তা থেকে প্রায় দুই হাজার ব্লক নিয়ে তাদের বাড়ীর উঠান পাকা করেছে।
বর্তমানে উক্ত ঠিকাদারের কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্ত আব্দুর রশিদ ঠিকাদারের পক্ষ নিয়ে অভিযোগকারী ও সাক্ষীদেরকে মারধরের হুমকি দামকী প্রদান, এবং বলে যদি উক্ত কাজে বাঁধার সৃষ্টি করা হয় তাহলে অভিযোগকারী ও সাক্ষিদেরকে ২৪ ঘন্টার মধ্যে প্রাণেহত্যা করবে। জনগুরুত্বপূর্ণ রাস্তায় আওয়ামীলীগের দোসররা এই ধরনের অনিয়ম দূর্নীতি করে দায়সারা কাজ করিলে এলাকাবাসী মেনে নিবেন না বলেও হুশিয়ারি দেন।
এই পরিস্থিতিতে সরেজমিন তদন্ত করে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা করার আহবান জানান তারা৷ অন্যথায় এই রাস্তার কাজের জের ধরে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার সম্ভাবনা আছে৷
সরেজমিন গিয়ে দেখা যায়, কিছু জায়গায় নিজের খেয়াল খুশিমতো কাজ পরিচালনা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। অনেক জায়গায় কোন রকম প্ল্যান ছাড়াই কাজ চলমান রয়েছে৷ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা করায় ক্ষুব্ধ এলাকার মানুষ।
এলাকাবাসীর দাবী, নিয়মানুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবশ্যই কাজ কর‍তে। রাস্তার কাজে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না৷ এবং ঠিকাদারের পক্ষ নিয়ে যে আওয়ামীলীগ নেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান তারা৷
মুঠোফোনে কথা হলে অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, রাস্তার কাজ ঠিকাদার করছে৷ এই কাজের সাথে আমি জড়িত না৷ আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com