বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার  শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় নিয়োগ পেলেন উসমান গনি দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন দীলিপ দাশ দেশনেত্রী বেগম জিয়ার সুস্হতা কামনায় জগন্নাথপুরে দুয়া ও ইফতার মাহফিল জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের উদ্যাগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৪

জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের উদ্যাগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের উদ্যাগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে নাগরিক অধিকার পরিষদ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক এম এ কাদির এর সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব রফিক মিয়া, যুক্তরাজ্যের বার্ণলী  সিটির সাবেক কাউন্সিলর মোজাক্কির আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু।
অন্যানের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর  সফিকুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সহ সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন,সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, শিক্ষক অনন্ত পাল,পৌর বিএনপি নেতা সামসুল হক,পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ,
ব্রিটিশ বাংলা এডিকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মুরাদ চৌধুরী, কুবাজপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
কোরআান তোলোয়াত করেন মাহমুদ শাকিল। শুরুতে সংগঠনের কার্যক্রম লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সাংবাদিক অমিত দেব।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নাগরিক অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী। অনুষ্ঠানে জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা রাজনীতিবীদ সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এম এ কাদির বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা সংগঠনের মাধ্যমে নানা জনকল্যাণমুলক কাজ শুরু করি। জগন্নাথপুরের ঐতিহ্য সমুন্নত রাখতে শিক্ষা, যোগাযোগ সমস্যা সম্ভাবনা অনিয়মের বিরুদ্ধে আমরা নাগরিক অধিকার সংরক্ষণে ভূমিকা রাখতে চাই। এটি উপজেলার একটি বৃহৎ সামাজিক সংগঠনে পরিণত করা হবে। তিনি সংগঠনের আহ্বানে সাড়াদিয়ে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উলয়াহ বলেন,সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সামাজিক সংগঠনগুলো কাজ করলে সমাজ উপকৃত হয়। তিনি জগন্নাথপুর নাগরিক অধিকার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে এর সফলতা কামনা করেন।শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com