শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন ও তাজবীদ প্রশিক্ষণ পরবর্তী পরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার(৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের কোনাবাড়ীতে উক্ত অনুষ্ঠানে মিনাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ এলজি জামান চৌধুরী সভাপতিত্বে ও মাওলানা মুশাহিদুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন দরগাপাশা কোনাবাড়ী কোরআন প্রশিক্ষণ কেন্দের নাজিম মাওলানা বোরহান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কবি তাজ উদ্দিন, সমাজসেবক মো: শফিকুল ইসলাম, ছাদিক মিয়া সহ প্রমুখ।
পরবর্তী মাসব্যাপী কোরআান প্রশিক্ষণে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply