নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬ টি দোকান। এতে ব্যবসায়ীসহ মার্কেটের মালিকের ৩৫/৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মুজিব মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা আরো জানান, অগ্নিকাণ্ডের সময় খবর দিলেও আসেননি জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাসুদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। দুর্ঘটনাস্থলের মূল সড়কে সংস্কার কাজ চলছিল। এ কারণে আমাদের গাড়ি আটকে যায়। পরে স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানিয়ে আমরা ফিরে আসি।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাউধরন গ্রামের মুজিব মার্কেটের চায়ের দোকানদার রাসেল মিয়ার দোকান হইতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে । অল্প সময়ের মধ্যে আগুনে রাসেল মিয়ার চায়ের দোকান, কামাল মিয়ার মুদির দোকান, আনসার মিয়ার মুদির দোকান, হৃদয় মিয়ার ফার্মেসী, কালাচান রায়ের পান- সুপারীর দোকান, শাফিকুল মিয়ার কাঁচামালের দোকানসহ ৬ টি দোকানে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘর ছয়টি পুড়ে যায়। এ সময় নগদ অর্থসহ সব আসবাবপত্র পুড়ে যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩৫/৪০ লক্ষাধিক টাকা। এ সময় ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাননি তারা।স্থানীয়দের অভিযোগ, আগুন চোখে পড়তেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তাদের পক্ষ থেকে কোনো সেবা দেওয়া হয়নি। পরে তারা জানায়, বাড়ধরন গ্রামে যাওয়ার মূল সড়কে সংস্কার কাজের কারণে ঘটনাস্থলে তাদের গাড়ি যেতে পারেনি। ইউএনও বরকত উল্লাহ ও থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply