রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবি নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না  কালচার বাংলা সেরাকণ্ঠ অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের ইন্তেকাল জগন্নাথপুরে টমটম  চালকের বিরুদ্ধে প্রবাসীর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, খবর দিলে ফায়ার সার্ভিসের দেখা মিলেনি কেউ মব করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে ‘সন্দেহভাজন’ হিসেবে গ্রেপ্তার, কারাগারে অসুস্থ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু প্রবাসী পরিবারের রোষানলে পড়ে এক বছর ধরে বাড়ি ছাড়া জগন্নাথপুরের টমটম চালক আহমদ আলী ৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

কালচার বাংলা সেরাকণ্ঠ অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

কালচার বাংলা সেরাকণ্ঠ অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:: 
কালচার বাংলা সেরাকণ্ঠ-২০২৫ ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১২ এপ্রিল (শনিবার) সুনামগঞ্জের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে কালচার বাংলার উপদেষ্টা  সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিনের সভাপতিত্বে কালচার বাংলার চেয়ারম্যান ও দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,বিশিষ্ট ছড়াকার,সংগঠক ও নাট্যব্যক্তি ইয়াকুব বখ্ত বাহলুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক মো: নূর আলী,কবি ও শিক্ষক সাজাউর রহমান,কবি,প্রাবন্ধিক ও গবেষক শেখ একেএম জাকারিয়া, বিশিষ্ট কবি ও সংগঠক,সমাজ সুরক্ষা ফাউন্ডেশন,নোয়াগাঁওয়ের সভাপতি রেজাউল করিম কাপ্তান,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদ,সুনামগঞ্জের সভাপতি,বিশিষ্ট সংগঠক অবসরপ্রাপ্ত  সার্জেন্ট জিয়াউর রহমান বিএসএস,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক,কবি ও সংগঠক একরামুল হক সেলিম,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক শহীদনূর আহমেদ, সমাজ সুরক্ষা ফাউন্ডেশন, নোয়াগাঁওয়ের, উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক, জাহাঙ্গীর হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তুলাই,দক্ষিণ বাতায়নের সম্পাদক সাংবাদিক ছালিক আহমদ,দিগন্তবার্তার সম্পাদক মামুন আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছায়াদ আহমদ সবুজ,প্রেসক্লাবের সদস্য শাহ নুর আহমদ সুলতান,মো. আবিদ উদ্দিন।
বক্তারা বলেন,কালচার বাংলা সব সময়ই ভালো কাজের সাথে জড়িত।প্রতিভাবান ইসলামী কণ্ঠগুলোকে খুঁজে বের করার প্রয়াসে কালচার বাংলার এই আয়োজন সফল ও স্বার্থক হয়েছে।অনেকেই এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করে ভালো কাজের অংশীদার হলেন।আমরা চাইব,এই আয়োজন যেন অব্যাহত থাকে।
কালচার বাংলার চেয়ারম্যান তৈয়বুর রহমান বলেন,যারা এ আয়োজনে আমার সহ-যোদ্ধা হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই অবদান কালচার বাংলা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।আমাদের পেইজটি এখনো ছোট।সফলতা হয়তো আরো পরে আসবে।তবুও ভালো লাগে,যতটুকুই করি যেন সবাই ভালো বলে।
 অনলাইন ভিত্তিক এই  ইসলামী গজল প্রতিযোগিতায় ৭২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।সেখান থেকে ৩০ জন ফাইনালে  উত্তীর্ণ হোন এবং ফাইনাল পর্বের ৩০  জন থেকে সেরাকণ্ঠ হিসেবে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।সব সমালোচনার উর্ধ্বে থেকে আগামীতেও আমরা এমন আয়োজন করার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com