নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসী সুমাইয়া ইসরাত কর্তৃক একতা ইজিবাই মালিক ও শ্রমিক সমিতি আমড়াতৈল পয়েন্ট শ্রীরামসি রাস্তার মুখ শাখার সভাপতি আহমদ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠন।সংগঠনের সহ সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও আলী হামজা মামুনের পরিচালনায় শনিবার বেলা ২ টায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রাস্তার মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি শ্রীরামসি গ্রামের লোকজনও অংশ নেন। বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী সুমাইয়ার রোষানলে পড়ে হয়রানি মূলক মিথ্যা মামলার জালে পড়েছেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের শান্তপ্রিয় মানুষ, একতা ইজিবাই মালিক ও শ্রমিক সমিতির সভাপতি টমটম চালক আহমদ আলী। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। বক্তারা আরো বলেন, প্রবাসী সুমাইয়া ইসরাত একজন পরধন লোভী নারী। মাত্র ১১ শতাংশ ভূমি কেড়ে নেওয়ার জন্য একজন টমটম চালক গত ৯ বছরে ১৬টি মিথ্যা ভিত্তিহীন মামলার সম্মুখীন।এসব হয়রানিমূলক অভিযোগ ও মামলা চালাতে গিয়ে তিনি এখন দিশেহারা । বক্তারা বলেন, প্রবাসী সুমাইয়া ইসরাত মামলার আমমোক্তার করেন সিলেটের ওসমানীনগর থানার খালেদ নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তিকে ২ লক্ষ টাকার বিনিময়ে আমমোক্তার বানিয়ে মিথ্যা মামলা করান। মামলার চালকদার করেন সিলেট গোলাপগঞ্জ উপজেলার মেজর পরিচয় দানকারী মুহিব খান। প্রতিনিয়ত ওই ব্যক্তি আহমদ আলীকে হুমকি প্রদর্শন করছে । বক্তারা প্রবাসী সুমাইয়া ইসরাত ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে শ্রমিক সংগঠনের সভাপতির উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মানববন্ধনে বক্তব্য রাখেন- রুমেন মিয়া, সেলিম আহমদ,শাকিল আহমেদ,মামুন মিযা, তাহমিদ মিয়া, আব্দুল মতিন প্রমুখ।
Leave a Reply