সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:;
সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে প্রান্ত দাশ নামে এক যুবক খুন হয়েছে। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামের মৃত সেবক দাশের ছেলে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধান শুকানোর খলায় (মাঠে) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খলায় ধান শুকানো নিয়ে নিহত প্রান্ত দাশের বড় ভাই পলাশ দাশের প্রতিবেশী চান মিয়ার ছেলে সাকিল আহমদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চান মিয়ার ছেলে সাকিল আহমদ পার্শ্ববর্তী নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সাকিল ও তার ভাই স্বজনসহ দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে ধান শুকানোর কাজে থাকা ছোট ভাই প্রান্ত দাশকে বুকের বাম পাশে সুলফি দিয়ে আঘাত করে। সুলফি বুকের বাম পাশে গভীরে বিঁধে গেলে প্রান্ত দাশ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক সুলফিবিদ্ধ অবস্থায় প্রান্ত দাশকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল শরিফুল হক, ওসি আব্দুর রাজ্জাক।
ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে।
Leave a Reply