নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে পৌর সদরের সুইচ গেইট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এসে সমাবেশে রূপ নেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) মিছিল পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান এপিপি।আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ। এ সময় কলকলি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ লুতফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হুসেন গুলজার, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দ পুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসাইন, যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু,পেশাজীবির সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, আইবিডব্লিউ এফ সুনামগন্জ জেলা শাখার সাংগঠিন সম্পাদক জামাল উদ্দিন বেলালসহ উপজেলা জামাতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply