সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের একাডেমিক ভবনে উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ সম্পন্ন হয়। এসময় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় অভিভাবক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের পরিচালনায় শিক্ষক-অভিভাবক
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
স্কুলের অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী দের সম্পর্ক জোরদার ও আরো সচেতন হওয়ার আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলেন, ” জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষক সংকটসহ নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও অতীতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। বিদ্যালয়ের জবরদখলী জমি উদ্ধার সহ নানা সমস্যা সমাধানে আমরা অগ্রণী ভূমিকা রাখি। স্কুলের সার্বিক উন্নয়নে আমরা যা যা করার করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন
বর্তমানে নতুন একাডেমিক ভবনের কাজ চলছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমাদের চেষ্টা যেন অব্যাহত থাকে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মা-বাবার ভূমিকা অপরিসীম। বাড়িতে সন্তানের পড়ালেখার বিষয়ে প্রত্যেক অভিভাবককে আরও যত্নশীল হতে হবে।” তারা যেন নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নেন।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতিশ গোস্বামী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলজার রহমান, অভিবাবক কমিটির সদস্য আব্দুল জব্বার, অভিভাবক ওয়ালী উল্লাহ, শফিকুর রহমান লিলু, শাহ রেজুওয়ান আহমেদ, রিয়াজ রহমান, মানবাধিকার কর্মী এখলাছুর রহমান নিকসন, শিক্ষক নুরুল ইসলাম, জিতু মিয়া প্রমুখ।
Leave a Reply