শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ সময় কয়ছর এম আহমদ বলেন, এ দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কে অন্তর দিয়ে ভাল বাসেন বিগত দিনে বিএনপির শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ উম্মুখ হয়ে আছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগন ধানের শীষে রায় দিবেন ইনশাআল্লাহ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদরাসা পয়েন্টে একটি মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেঁটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের সংসদসদস্য পদ প্রার্থী কয়ছর এম আহমদ।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। সভা শেষে মহান আল্লাহ পাকের সাহায্য কামনা করে মোনাজাত করা হয়। দুয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রাহমান। কয়ছর এম আহমেদ তাঁর বক্তব্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ভোটারসহ সকল নাগরিক বৃন্দকে শুভেচ্ছা জানিয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানান। তিনি সকালের নিকট দোয়া কামনা করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সহ নেতৃত্বাধীন জোটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply