বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: আজ বলিউডের ভাইজান পা দিলেন ৫৬ তে। তবে তার আগেই পানভেল ফার্ম হাউজে সাপে কামড়ায় সালমানকে। রবিবার সকালেই ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি চিকিৎসার জন্য নিকটবর্তী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাইজানকে। দেওয়া হয় বিষ নিরোধক ওষুধও। জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সালমান। সালমান খান এদিন এএনআই-কে বলেন, একটি সাপ ফার্মহাউসে ঢুকেছিল। আমি লাঠি দিয়ে বাইরে বার করার চেষ্টা করছিলাম।
সাপটাকে ধরে ছেড়ে দেওয়ার সময়ই কামড়ে দেয়। তিনবার কামড়ায় সাপটি। এক ধরনের বিষাক্ত সাপ ছিল। ৬ ঘন্টা হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখন ভালো আছি। হাসপাতাল থেকে সালমানের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কালো কাপড়ে চোখ বন্ধ করে বিছানায় বিশ্রাম নিতে দেখা যায় তাকে। ছবির কমেন্ট সেকশনে অভিনেতার ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সাপের কামড় খাওয়ার পর সালমানকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন একদম ফিট ভাইজান। ঘনিষ্ঠদের নিয়ে জমিয়ে পার্টিও করলেন তিনি।
Leave a Reply