শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

সিলেটে শেষ হলো উত্তাপহীন হরতাল

সিলেটে শেষ হলো উত্তাপহীন হরতাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে আজ সোমবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। সিলেটে এই হরতাল শেষ হয়েছে উত্তাপহীনভাবে। হরতালের তেমন কোনো প্রভাব জনজীবনে পড়তে দেখা যায়নি।

আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক।

বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি। জানলে হয়তো আমরা হরতাল পালন করতাম। কারণ, দ্রব্যমূল্য নিয়ে সবাই বিপাকে আছি।’

মিলাদ আহমদ নামের এক চাকুরিজীবী জানান, হরতাল হলেও সকালে তিনি অফিসে যেতে কোনো সমস্যায় পড়েননি।

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরীর কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে ঝাঁজালো বক্তব্য রাখেন বাম নেতারা।

তাঁরা বলেন, ‘দ্রব্যমূল্যেরর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সবধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।’

সরকারের ব্যর্থতায় পণ্যমূল্য বাড়ছে বলেও অভিযোগ করেন বাম নেতারা।

এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com