শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের করার পর নিহতের ছেলেকে গ্রেফতার করে জগন্নাথপুর প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বুধবার ৫দিনের রিমান্ডে আনে জগন্নাথপুর থানা পুলিশ।
এদিন ওই বৃদ্ধের মেয়ে খোদেজা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় পিতা হত্যা ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর নিহতের ছোট ছেলে সুজাত মিয়া কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে ৫দিনের রিমান্ডে এনে ব্যাপক জিঞ্জাসাবাদ করছে।
বৃহস্পতিবার ওসি মিজানুর রহমান যুগান্তর কে জানান,হত্যার ক্লু উদঘাটন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতংকিত মানুষের মনে এই হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
Leave a Reply