মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয় অগ্নিসংযোগের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ কলিম উদ্দিন মিলনের সুস্হতা কামনায় জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল  শহীদ হাফিজুর রহমান হাফিজের স্বরণে জগন্নাথপুর উপজেলা যুবদলের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ শান্তিগঞ্জে ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায়  অমর একুশে পালিত

বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায়  অমর একুশে পালিত

তৌফিক আলী মিনার: শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান শহীদ দিবস মহান ২১শে ফেব্রুয়ারী।
আই লার্ণ বেডফোর্ড কতৃক আয়োজিত শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান শহীদ দিবস। ভাষা শহীদদের রক্তে সেদিন সূচনা হওয়া অধ্যায়ের মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।
বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১ ফেব্রুয়ারি আজ। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এদিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…। ’
২১ ফেব্রুয়ারি জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস প্রথমবারের মতো বেডফোর্ড হারপার সোইট এবং হারপার স্কোয়ারে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক এর মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেডফোর্ড এন্ড কেম্পষ্টন সাংসদ ব্রিটিশ পার্লামেন্টের এম পি মোহাম্মদ ইয়াসিন, বেডফোর্ডশায়ার লর্ড লেফটেন্যান্ট, বেডফোর্ড হাইশেরিফ, বেডফোর্ড বারাহ কাউন্সিল মেয়র ডেইভ হ্যাডসন, বেডফোর্ড বারাহ কাউন্সিলার আবু সুলতান, বেডফোর্ডশায়ার গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন আলহাজ্ব তৌফিক আলী মিনার, সাধারণ সম্পাদক শহীদুল হক, বেডফোর্ড আই লার্ণ এর রেলি রহমান, ডঃ সেলিনা  জাহান লিসা, বেডফোর্ড বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি আজিব উল্লাহ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সায়েকুbল হক সায়েক, নুরুল আমিন, খায়রুল ইসলাম, সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী, লেবার পার্টির কাউন্সিলার পদ প্রার্থী মাসুক উল্লাহ নানু, বেডফোর্ড শায়ার পুলিশ এবং  বেডফোর্ডে বসবাসরত বাংলাদেশীসহ ধর্মবর্ন নির্বিশেষে সর্বস্তরের মানুষ অস্থায়ী শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। এর মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
পরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে হারপার সুইটে বাংলাদেশের হস্তশিল্প প্রদর্শনী, ফ্যাশন শো, রকমারি খাবার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে রেলি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মহান ২১শে’র উপর বক্তব্য রাখেন বেডফোর্ড এন্ড কেম্পস্টন ব্রিটিশ এমপি মোহাম্মদ ইয়াসিন, লর্ড লেফটেন্যান্ট, বেডফোর্ড মেয়র ডেইভ হ্যাডসন, হাই শেরিফ, কাউন্সিল কাউন্সিল কাউন্সিলার আবু সুলতান সুলতান, আলহাজ্ব আলহাজ্ব তৌফিক তৌফিক আলী মিনার, মাসুক উল্লাহ নানু,সুনিতা প্রভাকর ও অন্যান্য নেতৃবৃন্দের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কবিতা আবৃত্তি করেন সাইদুর রহমান, কবি রুহুল আমিন
চৌধুরী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিশু কিশোরগণ। এ ছাড়া লন্ডন, লুটন থেকে আগত এপার ওপার বাংলার শিল্পীগোষ্ঠী নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতায় ছিলেন উইমেন গ্রুপের লিডার  লিলা বেগম ও রেলি রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com