নিজস্বপ্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে নগদ অর্থ ও প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সম্রাট নামে খ্যাত একাধিক মাদক মামলার আসামী মশাহিদ ও লাকী বেগমকে গ্রেফতার করেছে।
বুধবার তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়,১৮ (জুলাই) মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক-নির্দেশনায় ও থানার সাব-ইন্সপেক্টর জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ণনগর গ্রামের মৃতঃ আব্দুর রহিমের পুত্র মাদক ব্যবসায়ী মশাহিদ মিয়া(৫৫) ও একই গ্রামের লাকী বেগম(৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ-সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৩৫ হাজার ৭শত ৫০টাকা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ১৫ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২টি ও জগন্নাথপুর থানার ১টি মাদকের মামলার আসামী দুইজনকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়ছে।
এ-ব্যাপারে জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা নং-০৬ তারিখ-১৮/০৭/২০২৩ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণী ১০ (ক)/৪১ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের (১৯) জুলাই বুধবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply