শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জগন্নাথপুরে আই এফ আই সি ব্যাংকের ১৮৯ তম শাখার উদ্বোধন

জগন্নাথপুরে আই এফ আই সি ব্যাংকের ১৮৯ তম শাখার উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টের টিএন্ডটি রোডে আই এফ আই আই সি ব্যাংকের ১৮৯ তম  পিলএলসি শাখার কার্য়ক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর)  দুপুরে ব্যাংকটির ডিএমডি এন্ড চিফ অব ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।
ব্যাংকের  সিলেট আঞ্চলিক প্রধান এম এ কাইয়ুম চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুরঞ্জিত সেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক  মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, শিক্ষক জালাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির ডিএমডি এন্ড চিফ অব ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম বলেন, আই এফ আই সি  ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে ইসলামিক ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। তিনি স্থানীয় ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com