শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: ইংল্যান্ডের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর, বৃটিশ- বাংলদেশী কমিউনিটি এলায়েন্স এর চীফ এডভাইজার কমিউনিটি নেতা মুজাক্কির আলী দীর্ঘ প্রায় ১৮ বছর পর নিজ মাতৃভূমি তে আগমন করেছেন। গত শুক্রবার ওসমানী এয়ারপোর্টে অবতরণের পর জনাব মুজাক্কির আলীকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। এ সময় বিমান বন্দরে তিনির আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী গণ উপস্হিত ছিলেন।
জনাব মুজাক্কির আলী স্বৈরাচারী হাসিনা সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে টেনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাংলদেশের গণতান্ত্রীক আন্দোলন ও মানবাধিকার এর পক্ষে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
Leave a Reply