বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷
বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো জয়সিদ্ধি গ্রামের ওয়াব আলী, রেদুয়ান হোসেন রাব্বি, মাওলানা খালেদ আহমেদ ও তেজাব আলী। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে জয়সিদ্ধি গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে এই আগুন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ৩টি বসতঘর, আসবাবপত্র, নগদটাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন৷ তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। এখন আমরা নি:স্ব৷
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জাহিদ তালুকদার বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার ৩ নং ওয়ার্ডে একটি মুদি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। পরিবারগুলো এখন অসহায়। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। এই মুহুর্তে তাদের সরকারি সহায়তা প্রয়োজন৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা গিয়েছি৷ তবে রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দেন। পড়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যাদি সংগ্রহ করে এসেছি।
Leave a Reply