নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশত বর্ষ ২০২৬ কে সামনে রেখে বিদ্যালয়ের সামনের পুকুর পাড়ে মাটি ভরাট কাজের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মাটি ভরাট কাজের শুভ সূচনা করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, যুগ্ম আহ্বায়ক জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনি চৌধুরী, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর আহমেদ,পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক,সাবেক শিক্ষার্থী দিলু মিয়া, হাবিবুর রহমান,নিজাম উদ্দিন, সাংবাদিক অমিত দেব,অরূপ সরকার,জুলফিকার আহমদ মনি, শাওন আহমেদ,কুশল রায়,বিপ্লব দেবনাথ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনসারী। এসময় প্রবাসী ও সাবেক কয়েকজন শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে মাটি ভরাটের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকার বৃত্তবানদের এতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Leave a Reply