শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেক্স: সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে পরিবারের পক্ষে থেকে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যেগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রয়াত সাংবাদিক শংকর রায় ১৯৮২ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বার্তা পত্রিকায় জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি জাতীয় দৈনিক খবর, সিলেট বানী, খবর গ্রুপের চিত্রবাংলাসহ বিভিন্ন ম্যাগাজিনে কাজ করেছেন। ১৯৯৭ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিলেটের দৈনিক উত্তর পূর্ব পত্রিকায় জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই সাংবাদিক ১৯৮৬ সালে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। এরপর তিনি ১৯৯০ সাল থেকে জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সক্রিয় সাংবাদিকতার কারণে ২০১০ সালে দৈনিক মানবজমিন পত্রিকার সেরা দশ প্রতিনিধির একজন হিসেবে পুরস্কৃত হন।গত বছরের ২২ এপ্রিল মধ্য রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রয়াত শংকর রায়ের ছেলে শাওন রায় জানান, বাবার প্রথম মৃত্যু বার্ষিকীর দিনে তাঁর আত্মার শান্তি কামনায় ধর্মীয় বিধি অনুসারে পারিবারিক নানা আয়োজন রয়েছে।এতে অংশ গ্রহণ করে তাঁর আত্মার শান্তি কামনায় সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ জানান প্রবীণ সাংবাদিক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি শংকর রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply