শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীয়াকোটা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আবু আইয়ূব (২০) সেচনী ইউনিয়নের রফিনগর গ্রামের ইকবাল হোসনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় দিনভর বৃষ্টিপাত অব্যাহত ছিল। কিন্তু সন্ধ্যার দিকে এই উপজেলায় প্রচন্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে কৃষক আবু কাইয়ূম সারাদিন কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত পক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply