শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল ওয়ার্ড ও হাসপাতাল সেবা থেকে বঞ্চিত। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরলেও কার্যকর কোনো সমাধান মেলেনি। দাবি না মানায় গত ১৫ এপ্রিল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করি।
১৬ এপ্রিল শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করি। এসময় জেলা প্রশাসক ও কলেজ প্রশাসন স্বাস্থ্য সচিবের সাথে ভার্চুয়াল মিটিং করার ব্যবস্থা করে দিলে আমরা রাস্তা ছেড়ে দেই।
তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী হারুন-অর রশিদ বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী জুন মাসের মধ্যে হাসপাতালের আউটডোরের কাজ শেষ করা হবে এবং অক্টোবরের মধ্যে হাসপাতালের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়োগ চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন।এবং রোববার থেকে বাস সার্ভিস চালু হবে। সদর হাসপাতালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রশিক্ষক নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ একমত হয়েছে।
দাবি তুলে শিক্ষার্থীরা বলেন, ১৬ জুনের মধ্যে হাসপাতালের আউটডোর ও মেডিসিন, সার্জারি ও গাইনি এ তিনটি ওয়ার্ড চালু করতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু করতে হবে।
শিক্ষার্থীরা আন্দোলনের কারন হিসেবে জানান, আমরা জেলা প্রশাসক, স্বাস্থ্যের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করি। এরপরেও আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় গত ২০ তারিখ সড়ক অবরোধ করি। এদিন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর লাঠিচার্জ করেন। এ হামলায় ৫৩ জন শিক্ষার্থী আহত হন। আমাদের দাবির নির্ভরযোগ্য প্রতিশ্রুতি না পাওয়ায় ২১ তারিখ থেকে শাটডাউন কর্মসূচি পালন করি। অবশেষে কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছেন এবং আমরাও আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছি।
Leave a Reply